তাঁর কণ্ঠস্বরের মোহে অনেকেই মোহিত হয়েছেন। তাঁর অভিনয় দক্ষতার আরও একটা বড় দিক অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর এবার গুগল ম্যাপের পথ নির্দেশিকাতে ধরা দেবে। তবে সেটা শুধু একটি শহরেই!
‘দো বুন্দ জিন্দেগি কি’, ‘বনেগা স্বচ্ছ্ব ইন্ডিয়া’ সহ একাধিক ট্যাগ লাইন তাঁর কণ্ঠস্বরে মানুষকে মাত করেছে। এবার অমিতাভ বচ্চনের সেই ভারী গলার আওয়াজ গুগল ম্যাপে শোনা যাবে। মুম্বই শহরের বিভিন্ন পথ নির্দেশিকার জন্য এই কণ্ঠস্বরকে বেছে নেওয়া হয়েছে। বর্তমানে মুম্বইয়ের মানুষ কারেন জেকবসনের
কণ্ঠস্বর শোনের গুগল ম্যাপের নির্দেশে। তবে এবার থেকে তা বদলে যাবে। এবার থেকে গুগল ম্যাপে অমিতাভের কণ্ঠে গুগল ম্যাপের নির্দেশ শুনতে পাবেন মুম্বইয়ের মানুষ। এদিকে, অমিতাভের কণ্ঠ পেয়ে অত্যন্ত আপ্লুত গুগল। ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত বলে জানা গিয়েছে।