আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিল। লক্ষ্য ছিল টি২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিশ্চিত করা। কিন্তু কোনও সিদ্ধান্তে আসতে পারল না আইসিসি। কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব জুড়ে ক্রিকেট বন্ধ হয়ে রয়েছে। এখনও কোথাও খেলা শুরু করা সম্ভব হয়নি। সেই অবস্থায় বিশ্বকাপের মতো বিরাট ইভেন্ট করাটাও ঝুঁকির। এই বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা বিশ্বকাপ। আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সাহনি বলেন, ‘‘এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা একটাই সুযোগ পাব এবং সেটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের সদস্য, ব্রডকাস্টার, পার্টনার, সরকার এবং প্লেয়ারদের সঙ্গে আলোচনা করছি যাতে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌছঁতে পারি।”
আইসিসি বোর্ড এই বছরের ডিসেম্বরের মধ্যে বিসিসিআই-এর সঙ্গে ট্যাক্স ছাড় নিয়ে লড়াই শেষ করতে চায়। তা নিয়েও এদিন আলোচনা হয়েছে।
এর আগের আইসিসির ভিডিও কনফারেন্সেই টি২০ বিশ্বকাপ নিয়ে আলোচনার কথা থাকলেও সেই মিটিং জুনেই ছিল বোর্ডের একগুচ্ছ ই-মেল লিক হয়ে যাওয়া প্রসঙ্গ। তা নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। প্রশ্ন ওঠে কী ভাবে অফিশিয়াল ই-মেল বাইরে চলে যাচ্ছে। যেকারণে বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য ১০ জুনকে নির্ধারিত করা হয়। এদিন তার কোনও সুরাহা হল না।
এদিকে যতদিন না বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হবে ততদিন আইপিএল নিয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বিসিসিআই। টি২০ বিশ্বকাপ স্থগিত রাখা হলে তবেই সেই জায়গায় আইপিএল করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ সম্ভাবনা হিসেবে বিদেশের মাটিতেও হতে পারে ২০২ আইপিএল। তবে সবটাই নির্ভর করছে আইসিসির টি২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের উপর।