করোনা সঙ্কট আর লকডাউনের জেরে প্রায় আড়াই মাসের উপর বন্ধ দেশের সমস্ত সরকারি স্কুল-কলেজ। ফলত মিড-ডে মিল থেকে বঞ্চিত হওয়ার কারণে অপুষ্টিতে ভুগছে দেশের প্রায় সাড়ে ৯ কোটি শিশু। সূত্রের খবর, ভারত সরকারের মিড-ডে মিল স্কিমের আওতায় শিশুদের ভাত, শাকসবজি, দুধ ও ফল সম্বলিত যে সম্পূর্ণ আহার পাওয়ার কথা, ২৪শে মার্চ থেকে দেশব্যাপী লকডাউনের জেরে তা কার্যত অমিল। একাধিক সময় খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার কথা হলেও বাস্তবে তার কোনও ফল মেলেনি। এবার এই করোনা সঙ্কটে অপুষ্টির জেরে দীর্ঘ স্বাস্থ্যহানির শিকার হতে পারে শিশুরা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।