বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। উক্ত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃমাসুদ সরকার ও খানপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সহযোগিতা করেন।মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী পিরানহা মাছ চাষ নিষিদ্ধ হওয়ায়, খানপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে পিরানহা মাছ চাষ করার অপরাধে শ্রী গৌতম চন্দ্র, পিতাঃ শ্রী নিখিল চন্দ্র, সাংঃ কাশিয়াবালা, শেরপুর, নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করায় ১০০০ টাকা জরিমানা করা হয় এবং পুকুরে জাল ফেলে আনুমানিক ৬ মন পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ৫ টি এতিমখানা ও উপস্থিত গরীব লোকজনের মাঝে বিতারন করা হয়। বগুড়া শেরপুর সুনামধন্য সহকারী ভূমি অফিসার জামশেদ আলম রানা অনন্য নজীর দৃষ্টান্ত স্হাপন করছেন।