ছবির শিরা–উপশিরা দিয়ে বয়ে গেছে বর্ণবিদ্বেষ ও দাসপ্রথার গরল–স্রোত। এইচবিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হল বিখ্যাত মার্কিন ছবি ‘গন উইথ দ্য উইন্ড’। মার্কিন গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৩১ সালের এই ছবিটি এখন বিশ্বের অন্যতম বিখ্যাত ছবিরগুলির মধ্যে একটি। এইচবিও–এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ছবিটিতে বর্ণগত ও জাতিগত কুসংস্কার প্রতিফলিত হয়েছে, যা মার্কিন সমাজে এখনও বর্তমান। বর্ণবিদ্বেষকে মহিমান্বিত করা হয়েছে গোটা ছবিতে। যা তখনও ভুল ছিল। এখনও ভুল। ছবিটি আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হবে। কিন্তু ছবির পাশাপাশি বর্ণবিদ্বেষ ও দাসপ্রথা সংক্রান্ত যে কুসংস্কারের বিরোধী ব্যাখ্যাও স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাখা হবে। ছবির যে দৃশ্যগুলোতে বর্ণবিদ্বেষকে উৎসাহ দেওয়া হয়েছে, সেই দৃশ্যগুলো আমরা সরাতেও চাই না। কারণ তাহলে ইতিহাসটাই মুছে ফেলা হবে। সেটাই আমরা চাই না। আমরা যদি ভবিষ্যতে পরিবর্তন দেখতে চাই, তাহলে আগে আমাদের ইতিহাসটা মেনে নিতে হবে।’ কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে গোটা আমেরিকা জুড়ে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তারপরই এই সিদ্ধান্ত নিল এইচবিও স্ট্রিমিং সার্ভিস।