এর পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শনে এসে রাব্বির খুনিদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
সেই মোতাবেক চুনারুঘাট থানা পুলিশ খুনিদের ধরতে দিন-রাত অকান্ত পরিশ্রম করে পাহাড়ি এলাকায় অভিযান করে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সীমান্ত এলাকার জাম্মুরা চড়া এলাকা থেকে খুনি মাদক সম্রাট কামল কে গ্রেফতার করে পুলিশ।
খুনি কামাল কে গ্রেফতারের খবরে চুনারুঘাটে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। কামাল কে আটক করার জন্য চুনারুঘাট থানার ওসি কে অভিনন্দন জানিয়ে উপজেলাবাসী, সহ চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক মোঃ সোহেল আরমান মাদক সম্রাট দের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী জানিয়েছেন চুনারুঘাট বাসী।